হবিগঞ্জে দাম বেশি রাখায় পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় পেঁয়াজের দাম বেশি রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
রোববার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, পেঁয়াজে অতিরিক্ত মূল্য রাখার অভিযোগে মের্সাস রাহুল অ্যান্ড রনজিৎ স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরে একই এলাকার শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন, মিষ্টিতে পোকা ও ঢাকনাবিহীন খাদ্য রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। নিরাপদ খাদ্য ও পণ্য নিশ্চিত করা লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।