বেগমগঞ্জে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনীতে তিনটি বেকারি ও দুইটি ফলের দোকানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

বিজ্ঞাপন

বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার কামালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ বিষয়ে সারওয়ার কামাল সাংবাদিকদের বলেন, চৌমহনীর বিভিন্ন বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে নিম্নমানের খাবার তৈরি ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)- এর অনুমোদন ছাড়া বিক্রির দায়ে মিতলী বেকারি ও মধুফুল বেকারিকে ৩০ হাজার টাকা আর মৌচাক বেকারিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

বেকারি ছাড়াও স্থানীয় বিভিন্ন ফলের দোকানে অভিযান চালানো হয়। এসময় ওজনে কম দেয়ায় দুটি ফলের দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।