নিখোঁজের ১০ ঘণ্টা পর কুমিল্লা থেকে শিশু উদ্ধার

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

কুমিল্লা জেলার মানচিত্র

কুমিল্লা জেলার মানচিত্র

সাভারে নিখোঁজের ১০ ঘণ্টা পর টাঙ্গাইল ক্যাডেট স্কুলের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী শান্তা ইসলাম সেবাকে (১১) কুমিল্লা থেকে উদ্ধার করছে পুলিশ। এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে কুমিল্লার টাউনহল এলাকা থেকে তাকে উদ্ধার করে কুমিল্লা সদর থানা পুলিশ।

বিজ্ঞাপন

এর আগে শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০ টার দিকে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি এলাকার সাবেক ৫ নং ওয়ার্ড কাউন্সিলর এর বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় সে। পরে সাভার মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন ভুক্তভোগীর বাবা সাইফুল ইসলাম।

নিখোঁজ ওই শিক্ষার্থী শরিয়তপুর জেলার নড়িয়া থানার সালধু গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। সে পরিবারের সাথে সাভার ব্যাংক কলোনি এলাকার ওলিউল্লাহর মালিকানাধীন এ/৬৭/ নম্বর বাড়িতে ভাড়া থাকতো।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে আটক হওয়া ব্যক্তির নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

নিখোঁজের স্বজন জানায়, সকালে সাভার ব্যাংক কলোনি এলাকার সাবেক ৫ নং ওয়ার্ড কাউন্সিলর এর বাড়ির পাশে খেলা করছিল শান্তা। ১০ টার পর সেখানে তাকে আর দেখা যায়নি। ওই এলাকাসহ বিভিন্ন এলাকায় অনেক খোঁজাখুঁজি করা হলেও তার কোনো হদিস মেলেনি। পরে সাভার মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করলে রাতে পুলিশের মাধ্যমে জানতে পারি কুমিল্লা থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

কুমিল্লা সদর কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নুরুল ইসলাম বলেন, এ ঘটনায় ১জনকে আটক করা হয়েছে। সেই সাথে নিখোঁজ ওই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং পরিবারকে থানায় আসতে বলা হয়।