নোয়াখালীতে বিএনপির দেড়শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির পতাকা

বিএনপির পতাকা

পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে সুধারাম থানা পুলিশ।

ওই সংঘর্ষের ঘটনায় গ্রেফতার বিএনপির তিন নেতাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবির হোসেন জনান, শনিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা সমাবেশ করতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল হামলা করলে পুলিশের তিন সদস্য আহত হন।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, রাহেল রাসু ও রমজান আলীকে গ্রেফতার করে। এ ব্যাপারে সুধারাম থানার সেকেন্ড অফিসার এসআই বিপুল ঘোষ বাদী হয়ে ওই তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে মামলা করে বলে জানান ওসি।

রোববার (২৪ নভেম্বর) গ্রেফতার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, রাহেল রাসু ও রমজান আলীকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।