ফেনীতে পিরানহা মাছ বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

বিক্রি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বিক্রি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ফেনীতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ নভেম্বর) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এ জরিমানা করেন।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মনিরুজ্জামান বলেন, সকালে জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীতে মুক্তবাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

অভিযানে দুই মণ পিরানহা মাছসহ পদ্মা মাছের আড়তের খোরশেদ আলম মিস্টারকে (২৬) আটক করা হয়। পরে তাকে মৎস্য রক্ষা আইন ১৯৫০ এর ৫(১) ধারায় চার হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন