ধামরাইয়ে এক তদন্তকেন্দ্রের ২ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ধামরাই (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্র, ছবি: বার্তা২৪.কম

কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্র, ছবি: বার্তা২৪.কম

ঢাকার ধামরাইয়ের কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের তদন্ত কর্মকর্তাসহ (আইসি) ও পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে। তবে প্রত্যাহার করার কারণ এখনো জানা যায় নি।

বুধবার (২৭ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে প্রতাহারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পুলিশ পরিদদর্শক দীপক চন্দ্র সাহা।

বিজ্ঞাপন

এর আগে বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় তাদের প্রত্যাহার করে রাজারবাগ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন, কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক একেএম ফজলুল হক ও এএসআই শামীম।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের একজন উপ-পরিদর্শক ও এক সহকারী উপ-পরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে। তাদের জায়গায় নতুন অফিসাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে (পুলিশ সুপার) স্যারের কাছে কিছু তথ্য আছে, সেই তথ্য অনুযায়ী তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।