লন্ডন প্রবাসীর বিএমডব্লিউ গাড়ি জব্দ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

জব্দ করা বিএমডব্লিউ ব্র্যান্ডের গাড়িটি

জব্দ করা বিএমডব্লিউ ব্র্যান্ডের গাড়িটি

হবিগঞ্জের চুনারুঘাটে ট্যাক্স ফাঁকি দেওয়ায় গাজিউর রহমান নামে এক প্রবাসীর বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে সিলেট কাস্টমস গোয়েন্দা কার্যালয়ের রাজস্ব কর্মকর্তা আব্দুল মোতালেবের নেতৃত্বে অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয়।

বিজ্ঞাপন

রাজস্ব কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, বিএমডব্লিউ ব্র্যান্ডের গাড়িটি বিদেশ থেকে আমদানি করা হয়। এর ব্যবহারকারী লন্ডন প্রবাসী গাজিউর রহমান কোনো সময় সরকারকে ট্যাক্স পরিশোধ করেননি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে তিনি ট্যাক্স পরিশোধের কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তাই গাড়িটি জব্দ করা হয়েছে। সব কাগজপত্র যাচাই-বাছাই শেষে এ ব্যাপারে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

মৌলভীবাজার জেলার দুই প্রবাসীর কাছ থেকে টাকা নিয়ে শেয়ারে একটি ফিলিং স্টেশন প্রতিষ্ঠান করেন গাজিউর রহমান গাজী। প্রতি বছর ব্যবসার লভ্যাংশ দেওয়ার কথা থাকলেও দুই পার্টনারকে দীর্ঘদিন ধরে টাকা দেননি গাজিউর রহমান। এ ব্যাপারে দুদকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন ওই দুই ব্যবসায়ী।

বিজ্ঞাপন

এছাড়াও প্রায় এক মাস পূর্বে হবিগঞ্জ জেলা জজ আদালতে একটি মামলায় হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তার পাসপোর্ট জমা রেখে জামিন মঞ্জুর করেন।