৯৯৯ এ কল পেয়ে বৃদ্ধাকে উদ্ধার
৯৯৯ এ কল পেয়ে ভারসাম্যহীন এক বৃদ্ধাকে উদ্ধার করেছে রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে বহরপুর রেলস্টেশন থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার এসআই দ্বীপন কুমার মন্ডল।
তিনি জানান, বিকাল চারটার দিকে ৯৯৯-এ কল দিয়ে জানানো হয়, বেশ কয়েকদিন ধরে বহরপুর রেলস্টেশনে এক বৃদ্ধা অসুস্থ অবস্থায় পড়ে আছেন। সংবাদটি জানার পর থানার অফিসার ইন-চার্জ (ওসি) একেএম আজমল হুদার নির্দেশে ঘটনাস্থল থেকে ঐ বৃদ্ধাকে উদ্ধার করা হয়।
এসআই দ্বীপন বলেন, বেশ কয়েকদিন অনাহারে থাকার কারণে তিনি শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছেন। তার সুচিকিৎসার জন্য তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত বৃদ্ধা তার নাম ও পরিচয় কিছুই বলতে পারছেন না। বৃদ্ধার ঠিকানার সন্ধানের জন্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছি। তাছাড়া তার ঠিকানা সন্ধানে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করছি।
ঠিকানার সন্ধান দিতে ০১৭১৩ ৩৭ ৩৫ ৯৯ (ওসি, বালিয়াকান্দি) নম্বরে যোগাযোগ করতে বলা হয়।