বালিয়াকান্দিতে অপহৃত শিক্ষার্থী উদ্ধার, গ্রেফতার ১

  • সোহেল মিয়া, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

গ্রেফতার হওয়া অপহরণকারী, ছবি: সংগৃহীত

গ্রেফতার হওয়া অপহরণকারী, ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণের এক মাস পর অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী মানিক শেখকে (২৭) গ্রেফতার করা হয়েছে।

অপহরণকারী মানিক শেখ কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের দেওয়ালী গ্রামের হারুন অর রশিদের ছেলে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের দেওয়ালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বালিয়াকান্দি থানার ওসি (তদন্ত) মো. ওবায়েদুল হক বার্তা২৪.কমকে বলেন, ৩ নভেম্বর সকালে বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়নের হইকোল গ্রাম থেকে ৭ম শ্রেণীর ওই শিক্ষার্থীকে তার বাড়ির সামনে থেকে অটোবাইকযোগে অপহরণ করে নিয়ে যায় মানিক শেখ ও তার সহযোগী মিঠু শেখ।

বিজ্ঞাপন

এই ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ২০ নভেম্বর রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণের পর ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

আদালত মামলাটি রেকর্ড করার জন্য বালিয়াকান্দি থানা ওসিকে নির্দেশ প্রদান করে। তারই প্রেক্ষিতে ২ নভেম্বর সোমবার বালিয়াকান্দি থানায় মামলাটি রেকর্ড হলে মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্কুল ছাত্রীকে উদ্ধার করাসহ অপহরণকারী মানিক শেখকে গ্রেফতার করা হয়।

অপহরণকারী মানিককে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।