সাভারে ৫ ইটভাটার মালিককে ২৩ লাখ টাকা জরিমানা

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম সাভার, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত,

অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত,

সাভারের গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে ৫ ইটভাটার মালিককে ২৩ লাখ টাকা আর্থিক দণ্ড দিয়েছেন পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ইট ভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশসহ ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম জানান, আইন না মেনে অবৈধভাবে সাভারের গেন্ডায় ইটভাটা পরিচালনা করছিলেন তারা। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সারা দেশব্যাপী অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসাবে সাভারের ওই এলাকায় অভিযান চালিয়ে তৃষা ব্রিকসকে ৫ লাখ, মাসুম ব্রিকসকে ৫ লাখ, মধুমতি ব্রিকসকে ৫ লাখ, চান মিয়া ব্রিকসকে ৩ লাখ ও কর্ণফুলী ব্রিকস এর মালিককে ৫ লাখ করে সর্বমোট ২৩ লাখ টাকা জরিমানা করা হয়৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি৷