সাভারের সেই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

অভিযুক্ত ছাত্রলীগ নেতা, ছবি: সংগৃহীত

অভিযুক্ত ছাত্রলীগ নেতা, ছবি: সংগৃহীত

গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিকে (২২) ছাত্রলীগ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির স্বাক্ষরিত একটি লিখিত বিবৃতির মাধ্যমে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়। সেই সাথে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর সুপারিশ করেন তারা।

বিজ্ঞাপন

এর আগে শনিবার (৭ ডিসেম্বর) গভীর রাতে চাঁদাবাজির মামলায় তাকে সাভার ব্যাংক কলোনির 'ল' কলেজের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পরেই ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, ‘তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, ইন্টারনেট ব্যবসায়ী রিয়াজ ও তুষারের কাছে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিয়াজ নামের ইন্টারনেট ব্যবসায়ীকে মারধর করে তার কাছে থাকা ১০ হাজার টাকা ও অফিসের প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার মালামাল লুটে নেয় রকি ও তার বাহিনী। পরে ভুক্তভোগী রিয়াজ বাদী হয়ে সেই রাতেই আমির (২৫), রকি (২২), আবুল কালামের ছেলে বাপ্পি (৩০), ছোট বাবু (২৫), ছোট সোহেল (২২), ছোট আমিনুর (২৩) সহ আরো ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করলে রকিকে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন