ধামরাইয়ে শিশুর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ, ছবি: বার্তা২৪.কম

শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ, ছবি: বার্তা২৪.কম

ঢাকা জেলার ধামরাইয়ে অপহরণের ৫ দিন পর মবিন (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক ইবনে ফরহাদ।

এর আগে মঙ্গলবার গভীর রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সীমান্তবর্তী মঙ্গলবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত শিশু ধামরাই থানাধীন মঙ্গলবাড়ি এলাকার আব্দুল করিমের ছেলে।

পুলিশ জানায়, ৭ ডিসেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় শিশু মবিন। অনেক খোঁজ খবর নিয়ে তার সন্ধান না পেয়ে সেই দিনই ধামরাই থানায় অভিযোগ করে শিশুর বাবা। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে একটি ফোন নাম্বার সম্বলিত চিরকুট উদ্ধার করে পুলিশ। যাতে লেখা ছিল ছেলেকে ফিরে পেতে এই নম্বরে যোগাযোগ কর। পরে প্রযুক্তিগত সহায়তায় ওই ফোন নম্বরের সূত্র ধরে শিশু মবিনদের পাশের বাড়ির কেয়ারটেকার আজিজুলকে আটক করা হয়। আজিজুলের স্বীকারোক্তির ভিত্তিতে তার বাড়ির ২শ মিটার দূরের একটি খালের মধ্যে কচুরিপানার ভিতর থেকে শিশু মবিনের মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ধামরাই থানার উপ-পরিদর্শক ইবনে ফরহাদ জানান, নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এই ঘটনায় অপহরণকারী আজিজুলকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।