অপরিচ্ছন্ন টিটোর সমাধি, পরিষ্কার করে শ্রদ্ধা জানালো গণমাধ্যমকর্মীরা
আজ শনিবার (১৪ ডিসেম্বর), সাভার আশুলিয়া পাক হানাদার মুক্ত দিবস আজ। দিবসটি উপলক্ষে জাহাঙ্গীরনগরের ডেইরি গেট এলাকায় অবস্থিত শহীদ গোলাম দস্তগীর টিটোর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
শনিবার দুপুরে সাভার ও আশুলিয়ার গণমাধ্যম কর্মীদের নিজ উদ্যোগে টিটোর সমাধি পরিষ্কার পরিচ্ছন্ন করে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
স্থানীয় গণমাধ্যমকর্মী ও সময় টেলিভিশনের ঢাকা জেলা সাব ব্যুরো প্রধান মোজাফফর হোসেন জয় বলেন, 'প্রতিবছরই সাভার ও আশুলিয়ার গণমাধ্যমকর্মীরা টিটোর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। তবে এবার এই মহান শহীদ মুক্তিযোদ্ধার সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে দেখা যায়, সমাধি ও তার চারপাশ অপরিচ্ছন্ন ও অবহেলিত। পরে গণমাধ্যমকর্মীরা নিজ উদ্যোগে পরিষ্কার করে টিটোর সমাধিতে শ্রদ্ধা জানান।'
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের শেষের দিকে ১৪ ডিসেম্বর উত্তরবঙ্গ ও টাঙ্গাইল হতে পাকবাহিনী পালিয়ে সাভার উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান নেয়ার চেষ্টা চালায়। এ সময় ১৪ ডিসেম্বর সকালে আশুলিয়ার ঘোষবাগে পাকবাহিনীর একটি সশস্ত্রদল অবস্থান নেয়। খবর পেয়ে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর নেতৃত্বে ২৫০ জন মুক্তিযোদ্ধা ঘোষবাগ এলাকার শ্রীগঙ্গা কাঁঠালবাগানে অবস্থান নেন। এক পর্যায়ে মুক্তিযোদ্ধা ও পাকবাহিনীর মধ্যে সম্মুখযুদ্ধ শুরু হয়। প্রায় কয়েক ঘণ্টা যুদ্ধের পর পাকবাহিনী পালাতে থাকে। বিজয় নিশ্চিত জেনে আবেগাপ্লুত কিশোর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর টিটো লাফিয়ে উঠলে পালিয়ে যাওয়ারত পাকবাহিনীর ছোঁড়া গুলিতে শহীদ হন। পরে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরিগেটে সমাহিত করা হয়।