ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল শুরু

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল শুরু

ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল শুরু

মহান বিজয় দিবস উপলক্ষে সূর্য সন্তানদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।

দিবসটি উপলক্ষে নিরাপত্তাজনিত কারণে রোববার (১৫ ডিসেম্বর) রাত ১২টার পর থেকে এই মহাসড়কে যান চলাচল সীমিত করা হয়, পরে রাত ২টার দিকে পুরোপুরিভাবে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মোঃ আব্দুল ওয়াহেল বাকি বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে পুরো সাভার নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এলাকার মহাসড়কগুলোর ব্যাপারেও এর ব্যতিক্রম ঘটেনি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের জন্য সড়ক পথেই স্মৃতিসৌধে এসেছেন এবং শ্রদ্ধা নিবেদন শেষে সড়ক পথেই ফিরবেন। তাই মহাসড়কগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে গতকাল রোববার রাত ১২টার পরে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল সীমিত করা হয় পরে রাত ২টার দিকে সব ধরনের যান চলাচল বন্ধ করা হয়।

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে যান চলাচলের জন্য ঢাকা-আরিচা মহাসড়ক খুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

তবে রাত ২টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কে যানবাহনের তীব্র চাপ দেখা গেছে। কোথাও কোথাও যানবাহনের ধীরগতি ও হালকা যানজটের সৃষ্টি হয়েছে।