গাইবান্ধায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
গত তিনদিনের ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার দাপটে কাঁপছে উত্তরের জেলা গাইবান্ধা। এতে করে দুর্ভোগে পড়েছেন ছিন্নমুলের মানুষ। ছিন্নমুলের এসব শীতার্ত মানুষের মাঝে প্রায় ৫২ হাজার পিস কম্বল বিতরণ করেছে প্রশাসন। তবে শীতার্তদের চাহিদা অনুযায়ী কম্বল অপ্রতুল।
এর ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ৯টা পর্যন্ত জেলা প্রশাসক মো. আবদুল মতিন শহরের বিভিন্ন স্থানে ভাসমান শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করতে দেখা গেছে। এছাড়া জেলার ৭ উপজেলা প্রশাসনও কম্বল বিতরণ চলমান রেখেছেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইদ্রিস আলী বার্তা২৪.কমকে জানান, এ পর্যন্ত ৭টি উপজেলায় ৫১ হাজার ৮০০ পিস কম্বল বিতরণ করা হয়েছে। আরও ৩০ হাজার কম্বল বরাদ্দ চেয়ে সংশ্লিষ্টদের নিকটা চাহিদা পাঠানো হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন বার্তা২৪.কম-কে বলেন, শীতের দুর্যোগ মোকাবিলায় প্রশাসনিক কর্মকর্তারা তৎপর রয়েছে। চাহিদা অনুযায়ী কম্বল বিতরণের চেষ্টা করা হচ্ছে ।