বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

  • উপজেলা করেসপন্ডেট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সাভারে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে আজিম গ্রুপের গ্লোবাল আউটার লিমিটেড কারখানার শ্রমিকরা। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে সাভারের রাজাশনের আজিম গ্রুপের গ্লোবাল আউটার লিমিটেড কারখানার মূল ফটকের সামনে ও ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থান নিয়ে শ্রমিকরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিজ্ঞাপন

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, গত নভেম্বর মাসের বেতন না দিয়ে কারখানা কর্তৃপক্ষ সময় ক্ষেপণ করতে থাকে। প্রায় প্রতি মাসেই বেতনের জন্য আন্দোলন করতে হয়। তারা বিভিন্ন সময়ে টাকা পরিশোধের সময় নিয়ে বেতন পরিশোধ না করে টালবাহানা করে। বেতন পরিশোধের কোনো সম্ভাবনা না দেখে তারা গতকাল ২৪ ডিসেম্বর আন্দোলন শুরু করলে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরে আজ সকাল থেকে তারা বকেয়া বেতনের দাবিতে কারখানার মুল ফটকের সামনে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের চেষ্টা করে। এসময় পুলিশ তাদের সরিয়ে দিলে মহাসড়কের পাশে তারা অবস্থান নেয়।

এ বিষয়ে বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ঠান্ডু বলেন, বিষয়টি সমাধানে কারখানা মালিকের সঙ্গে আলোচনা চলছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে গ্লোবাল আউটার লিমিটেড কারখানার প্রশাসন বিভাগের কর্মকর্তা সিরাজ বলেন, প্রায় ৩০ শতাংশ শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়েছে। আর বাকিদের বেতন পরিশোধের জন্য সময় চাইলে তারা আন্দোলনে নেমে পরে। বিষয়টি সমাধানের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।