আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
সাভারের আশুলিয়ায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার সামনে বিক্ষোভ করছেন প্রায় শতাধিক শ্রমিক।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে আশুলিয়ার মির্জানগরে বেলতলা এলাকায় ‘মাদার নিট ওয়ার’ কারখানার সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।
শ্রমিকদের অভিযোগ, গত নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন না দিয়ে সময়ক্ষেপণ করছেন কারখানা মালিক সৈয়দ আক্কাস আলী। সর্বশেষ বুধবার (২৫ ডিসেম্বর) বেতন পরিশোধের কথা দিয়ে প্রায় ৪ দিন ধরে তিনি পালিয়ে রয়েছেন। এর মধ্যে কারখানা ভবনের ভাড়া না পাওয়ায় ভবন মালিক কারখানার গেটে তালা ঝুলিয়ে দেয়। এর পর থেকেই কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
এ ব্যাপারে শিল্প পুলিশ-১ এর পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম বলেন, বিষয়টি নিয়ে কারখানা মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। সেই সঙ্গে বিষয়টি সমাধানের জন্য সকল চেষ্টা চালানো হচ্ছে।