ধামরাইয়ে ৩ বেকারিকে সাড়ে ৮ লাখ জরিমানা

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ধামরাই)
  • |
  • Font increase
  • Font Decrease

জরিমানা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত, ছবি: বার্তা২৪.কম

জরিমানা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত, ছবি: বার্তা২৪.কম

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে সাভারের ধামরাইয়ে তিন বেকারিকে ৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় ৭০ হাজার টাকার অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাব-৪ এ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (র‌্যাব-৪) মোহাম্মদ আনিসুর রহমান।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির দায়ে ধামরাইয়ের ধুলিভিটা এলাকার বন্ধু ফুড প্রোডাক্টসের মালিক মো. এরশাদ সরকারকে (৩৫) দুই লাখ টাকা। কারখানাটির ম্যানেজার মো. জাহেদুল ইসলামকে (৩২) এক লাখ টাকা জরিমানা করা হয়।

অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়

এছাড়াও ধামরাইয়ের ইসলামপুর এলাকার হাবিবা বেকারির মালিক মো. ইকবাল হোসেনকে (৪৭) এক লাখ ৫০ হাজার, লাকুরিয়া পাড়া এলাকার তিতাস বেকারির মালিক মো. আবু তাহেরকে (২৯) চার লাখ টাকা জরিমানা করা হয়। পরে বিএসটিআইয়ের লাইসেন্সবিহীন উৎপাদিত ৭০ হাজার টাকার অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

র‌্যাব-৪ নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে এবং ভেজাল খাদ্যদ্রব্য তৈরির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারা, বিএসটিআই আইন-২০১৮ এর ১৫(১) ধারা এবং নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৩ ধারায় পৃথক তিনটি মামলা দায়ের করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।