নোয়াখালীতে ট্রাক্টর-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
নোয়াখালীর সেনবাগে ট্রাক্টর সিএনজি মুখোমুখি সংঘর্ষে আইরিন সুলতানা সাথী (২১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় সিএনজির ৫জন যাত্রী আহত হয়।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার কল্যান্দি-চন্দের হাট সড়কের সাতবাড়ীয়া টেক নামক স্থানে মুক্তা ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাস্থল থেকে আহত অবস্থায় সাথীকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাথী উপজেলার বীজবাগ ইউপির বীজবাগ গ্রামের ফকির বাড়ির আব্দুল্লার স্ত্রী এবং এক সন্তানের জননী ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের দেবর ছানা উল্ল্যাহ সাইফ বলেন, তার বড় ভাইয়ের স্ত্রী সেনবাগ রাস্তার মাথা থেকে একটি সিএনজি যোগে পরিবারের অপর কয়েক জন সদস্যকে নিয়ে বাড়ি আসছিলেন। এসময় উপজেলার কল্যান্দি-চন্দের হাট সড়কের সাতবাড়ীয়া টেক নামক স্থানে মুক্তা ব্রিকসের সামনে আসা মাত্রই মুক্তা ব্রিকসের মাটি টানা ট্রাক্টরের সাথে সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাথীর মৃত্যু হয়।