যশোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বাড়িয়েছে শীতের তীব্রতা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর
  • |
  • Font increase
  • Font Decrease

কুয়াশার চাদরে ঢেকে গেছে যশোর, ছবি: বার্তা২৪.কম

কুয়াশার চাদরে ঢেকে গেছে যশোর, ছবি: বার্তা২৪.কম

যশোরে গত কয়েকদিন ধরেই তীব্র শীত অনুভূত হচ্ছে। ভরা এই শীতের মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর চারটার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। যা চলে সকাল ৬টা পর্যন্ত। বৃষ্টির সঙ্গে হিমেল হাওয়া বইতে থাকে।

বিজ্ঞাপন

জেলা আবহাওয়া অধিদফতরের আবহাওয়া পর্যবেক্ষক মাসুদুর জামান বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

তিনি বলেন, জেলার আট উপজেলায় গত দুই দিন ধরে সূর্যের দেখা নেই। কনকনে এই শীতের মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে। সকালে যশোরে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, পৌষের বৃষ্টি আর হাঁড় কাপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে সড়কে যানবাহন চলাচল করছে। শীত জেঁকে বসায় লোকজন ঘর থেকে কম বের হচ্ছে। হাঁটবাজারে মানুষের আনাগোনাও কম। দরকার না হলে কেউ ঘর থেকে বের হচ্ছেন না।

প্রচণ্ড শীতে সবচেয়ে কষ্ট পাচ্ছেন শিশু ও বৃদ্ধরা

শীতের দাপটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষেরা। কাজের সন্ধানে বের হতে না পারায় পরিবার পরিজন নিয়ে তারা চরম দুর্ভোগে পড়েছেন।

কনকনে শীতের কারণে মানুষের নিউমোনিয়া, সর্দ্দি, জ্বর, কাশি, আমাশয় রোগ হচ্ছে। এসব রোগে মহিলা, শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন।