কুমিল্লায় কাভার্ডভ্যান চালক হত্যার রহস্য উন্মোচন
কুমিল্লায় কাভার্ডভ্যান চালক মো. আলমগীর হোসেন ওরফে আলাউদ্দিন (৩৫) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে হত্যাকারী হেলপার রাশেদুল ইসলাম রাশেদকেও (২৪)।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.তানভীর সালেহীন ইমন তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, চালক আলাউদ্দিন এবং হেলপার রাশেদুল ইসলাম রাশেদ এর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হেলপার চালককে রড দিয়ে পিটিয়ে খুন করে।
অভিযুক্ত রাশেদ শরিয়তপুর জেলার ডামুড্যা উপজেলার দশমনতারা গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে। বুড়িচং থানার পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকা থেকেই তাকে গ্রেফতার করেছে।
গত ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় সড়কের পাশে থামানো একটি কাভার্ডভ্যান থেকে মো.আলমগীর হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।