নেত্রকোনায় লরি উল্টে হেলপার নিহত
-
-
|

ছবি: বার্তা২৪.কম
নেত্রকোনায় ইট বোঝাই একটি লরি উল্টে ঘটনাস্থলেই লরিটির হেলপার নিহত হয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের সিধলী বানিয়াাপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সাকিব মিয়া (১৬)। সে কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের উদয়পুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে।
এ তথ্য নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, ইট বোঝাই লরিটি সিধলী বানিয়াপাড়া সংযোগ সেতুতে উঠার সময় লরিটির ডালা খুলে যায়। এ সময় ডালার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই লরিটির হেলপার সাকিব মারা যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের সম্মতিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।