সাভারে ২ বেকারিকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

  • উপজেলা করেসপন্ডেট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

র‍্যাবের অভিযান, ছবি: বার্তা২৪.কম

র‍্যাবের অভিযান, ছবি: বার্তা২৪.কম

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে অভিযান চালিয়ে সাভারের দুই বেকারির মালিককে সাড়ে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে সাভারের হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকায় র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান বলেন, হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকার সিদ্দিক ডেইরি ফুড এবং হাইকো বেকারিতে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি করে বাজারজাত করার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এসময় নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে সিদ্দিক ডেইরি ফুড এর মালিক রাজিব মিয়াকে দুই লক্ষ ও হাইকো বেকারির মালিক এম এ কুদ্দুস ভুইয়াকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া সাভারের উলাইল এলাকায় নুরে মদিনা বেকারিকে আরো উন্নত পরিবেশে খাদ্য তৈরির নির্দেশ দেওয়া হয়।

এদিকে অভিযানের খবর শুনে এলাকার অন্যান্য বেকারি ব্যবসায়ীরা তালা ঝুলিয়ে পালিয়ে যায়। অভিযানকালে সিপিসি-২, র‌্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফাসহ র‌্যাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন