মাদরাসা থেকে পালাতে গিয়ে ছাত্র নিহত
নোয়াখালীর সেনবাগে পালানোর জন্য ৪ তলার একটি জানালা দিয়ে রশি বেয়ে নিচে নামার চেষ্টা করে দুই মাদরাসা ছাত্র। এ সময় রশি ছিঁড়ে নিচে পড়ে গিয়ে সাজিদ (১২) নামে এক ছাত্র নিহত হয়। এ ঘটনায় আহত হয় সাইফুল ইসলাম (১৩) নামে অপর এক ছাত্র।
সোমবার (৩০ ডিসেম্বর) রাতে সেনবাগের কানকিরহাট ইসলামিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।
নিহত সাজিদ কানকিরহাট এলাকার আবুল কাসেমের ছেলে এবং ওই মাদরাসার ৪র্থ জামাতের ছাত্র।
জানা গেছে, সোমবার রাতে ওই মাদরাসা থেকে পালানোর চেষ্টা করে সাজিদ ও সাইফুল ইসলাম নামে দুই ছাত্র। তারা ওই মাদরাসার ৪ তলার একটি জানালা দিয়ে রশি বেয়ে নিচে নামার চেষ্টা করে। এ সময় রশি ছিঁড়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় তারা। পরে তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন। আহত সাইফুল ইসলামকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক।
সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল জানান, মাদরাসা কর্তৃপক্ষ ছাত্রদের শাসনের নামে মারধর ও বন্দী করে রাখে। এ কারণে ওই দুই ছাত্র পালানোর চেষ্টা করলে এ ঘটনা ঘটে।