আশুলিয়ায় ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (আশুলিয়া)
  • |
  • Font increase
  • Font Decrease

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে, ছবি: সংগৃহীত

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে, ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রায় ১ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার আউকপাড়া ও সদরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম।

বিজ্ঞাপন

প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম বলেন, আশুলিয়ার ওই এলাকায় নিম্নমানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। একটি কয়েল কারখানার অবৈধ সংযোগসহ প্রায় ৩ কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার আবাসিক সংযোগ বিচ্ছিন্নকরণসহ পাইপ ও রাইজার জব্দ করা হয়েছে। সেই সাথে গ্যাস চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে প্রায় ৬০ জন শ্রমিকের অংশগ্রহণে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযানকালে সাভার তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপক মো. মহিউদ্দীন আহম্মেদ, মো. আমিনুল ইসলাম, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, ঠিকাদার মনিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।