হবিগঞ্জে ৭ দিনব্যাপী বই মেলা শুরু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী/ছবি: বার্তা২৪.কম

মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী/ছবি: বার্তা২৪.কম

হবিগঞ্জে ৭ দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিমতলা কালেক্টর প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে বই মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বিজ্ঞাপন
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. খোরশেদ আলম, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর প্রমুখ।

সাত দিন ব্যাপী বই মেলা শেষ হবে ৬ জানুয়ারি। এবার মেলায় ৩৫টি বইয়ের স্টল বসেছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

বিজ্ঞাপন