যশোরে নতুন এসপির পাঁচ মিশন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর
  • |
  • Font increase
  • Font Decrease

বক্তব্য দিচ্ছেন যশোরের নতুন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আশরাফ হোসেন, ছবি: বার্তা২৪.কম

বক্তব্য দিচ্ছেন যশোরের নতুন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আশরাফ হোসেন, ছবি: বার্তা২৪.কম

যশোরের নতুন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আশরাফ হোসেন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। মতবিনিময় সভায় পাঁচটি মিশন ঘোষণা করেছেন তিনি ।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে ওই সভায় এ ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন

এসপি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘যশোর জেলাকে মাদকমুক্ত করব। প্রতিটি থানাকে সেবাকেন্দ্রে প্রতিষ্ঠিত করব। যশোরকে জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত করব। মামলার মানসম্মত তদন্ত নিশ্চিত করব। একই সঙ্গে কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে জোরদার করে মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।’ মিশন বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শিকদার সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী, জামাল আল নাসের, সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান প্রমুখ।

বিজ্ঞাপন