ইটভাটায় অভিযানের প্রতিবাদে সাভারে মানববন্ধন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ইটভাটায় অভিযানের প্রতিবাদে মানববন্ধন করছে ইটভাটার মালিকরা, ছবি: বার্তা২৪.কম

ইটভাটায় অভিযানের প্রতিবাদে মানববন্ধন করছে ইটভাটার মালিকরা, ছবি: বার্তা২৪.কম

নোটিশ ছাড়াই ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানের প্রতিবাদে সাভারে মানববন্ধন করেছেন বিভিন্ন ইটভাটার মালিক ও শ্রমিকরা।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় এ মানববন্ধন করেন তারা।

বিজ্ঞাপন

মানববন্ধনে ইটভাটার মালিকরা অভিযোগ করে বলেন, অযৌক্তিকভাবে ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এতে করে হাজার হাজার ইটভাটার শ্রমিক বেকার হয়ে পড়ছে। পাশাপাশি ইটভাটার মালিকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসময় নতুন ইটভাটা ভাঙ্গা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ভাটা মালিকরা। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করলে ঢাকা-আরিচা মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়।