আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (আশুলিয়া)
  • |
  • Font increase
  • Font Decrease

নারী পোশাক শ্রমিক লাবুনী আক্তার/ ছবি: বার্তা২৪.কম

নারী পোশাক শ্রমিক লাবুনী আক্তার/ ছবি: বার্তা২৪.কম

সাভারের আশুলিয়া থেকে লাবুনী আক্তার (১৯) নামের এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে আশুলিয়ার হাজী মার্কেট এলাকার বিপ্লব কুমারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত লাবুনী আক্তার মাদারীপুর জেলা সদরের হগলু পাতিয়া গ্রামের মৃত কবির হাওলাদারের মেয়ে। তিনি শারমিন গ্রুপ পোশাক কারখানায় কাজ করতেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক নুরুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত করা হবে।

তিনি আরও বলেন, লাবুনী আক্তারের স্বামী মাসুদ পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।