গাইবান্ধায় ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৩ লাখ শিশু
গাইবান্ধার সাত উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের আওতায় ৩ লাখ ৩৭ হাজার ২২৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে ২৫৫ জন সুপারভাইজার তদারকি করবেন।
রোববার (৫ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা সিভিল সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানা গেছে ।
কর্মশালায় সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ এবং জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. আব্দুল হালিম বলেন, ‘আগামী ১১ জানুয়ারি গাইবান্ধা
জেলায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। এতে ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ডে জেলার সাতটি উপজেলা ও পৌর এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সের ৩৪ হাজার ৬৫ জন শিশুকে নীল রঙয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ৩ লাখ ২ হাজার ৬৮১ জন শিশুকে লাল রঙয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সবগুলো কেন্দ্র সুষ্ঠু তদারকি করবেন ২৫৫ জন সুপারভাইজার। সবগুলো কেন্দ্রে মোট কর্মীর সংখ্যা হবে ৪ হাজার ৭৬১ জন।’