সাভারে অস্ত্র ও ফেনসিডিলসহ ৭ মাদক ব্যবসায়ী আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আস্ত্র ও ফেনসিডিলসহ আটককৃতরা

আস্ত্র ও ফেনসিডিলসহ আটককৃতরা

সাভার থানাধীন আমিন বাজার এলাকা থেকে অস্ত্রধারী ৭ মাদক কারবারিকে অস্ত্রসহ আটক করেছে র‍্যাব-৪। এ সময় তাদের কাছে ১৫ শতাধিক ফেনসিডিল জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- মো. নাসিরুল ইসলাম (৩৬), মো শরীফুল ইসলাম (৩৭), আব্দুল কাইয়ুম (৩৩), মো. সাইরন আলী (৩৮), মো. সাহাবুর ইসলাম (২২), মো. আবু সায়েম (৩২), ও মো. শামীম রেজা (২২)।

বিজ্ঞাপন

শনিবার (১৮ জানুয়ারি) র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজেদুল ইসলাম বলেন, ‘শনিবার (১৮ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল সাভার থানাধীন আমিন বাজার, মমতাজ ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ১ হাজার ৫৬২ বোতল ফেনসিডিল, একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ফেনসিডিল বহনে ব্যবহৃত একটি ট্রাক, ছয়টি মোবাইল এবং নগদ ৮ হাজার ৭০০ টাকাসহ ৭ মাদকের কারবারিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতদের নামে বিভিন্ন থানায় একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে।’

বিজ্ঞাপন
উদ্ধারকৃত অস্ত্র, ফেনসিডিল, মোবাইল ফোন ও টাকা

তিনি আরও বলেন, ‘আসামিরা চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, আমিন বাজার, গাবতলী, আশুলিয়া, কালিয়াকৈরসহ আশপাশ এলাকায় বিভিন্ন ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে থাকে।’