শার্শায় পরিত্যক্ত ২ স্বর্ণের বার উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যশোরের শার্শা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৬২০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে শার্শা সীমান্তের নাভরণ বাজার থেকে ৪৯ ব্যাটালিয়ন বিজিবি ক্যাম্পের সদস্যরা এ স্বর্ণের বার উদ্ধার করে।

বিজ্ঞাপন

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা সীমান্তের নাভারণ স্টেশন মোড়ে ফল পট্টিতে অভিযান চালনো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি লাল স্কুল ব্যাগের মধ্যে ২টি স্বর্ণের বার অবস্থায় উদ্ধার করা হয়। যার মূল্য ৩৪ লাখ ৭২ হাজার টাকা।