বেনাপোলে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল(যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

চোরাচালানি শফিকুল ইসলাম, ছবি: বার্তা২৪.কম

চোরাচালানি শফিকুল ইসলাম, ছবি: বার্তা২৪.কম

বেনাপোল সীমান্ত থেকে ২৭৭ বোতল ফেনসিডিল, ভারতীয় শাড়ী, থ্রি-পিচ, জুতা, তেল, শার্টের কাপড়সহ শফিকুল ইসলাম (৩৫) নামে এক চোরাচালানিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ নারানপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে এসব পণ্যসহ তাকে আটক করে। আটক শফিকুল যশোর পুলেরহাট এলাকার কৃষ্ণমাটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নারানপুর গ্রামের একটি মেহগনি বাগানের ভিতর থেকে ২৭৭ বোতল ফেনসিডিল, ভারতীয় শাড়ী, থ্রি-পিচ, জুতা, তেল, শার্টের কাপড়, সাবানসহ তাকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, উদ্ধারকৃত ফেনসিডিল ও ভারতীয় অন্যান্য পণ্যসহ শফিকুলের নামে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন