ভারতে প্রজাতন্ত্র দিবসে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

বেনাপোল স্থলবন্দর/ছবি: বার্তা২৪.কম

বেনাপোল স্থলবন্দর/ছবি: বার্তা২৪.কম

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বাণিজ্য বন্ধ থাকলেও এ পথে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক আছে।

রোববার (২৬ জানুয়ারি) সকাল থেকে ভারত থেকে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ভারতের প্রজাতন্ত্র দিবসের সরকারি ছুটি থাকায় এ পথে কোনো আমদানি-রফতানি হবে না।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, সোমবার সকাল থেকে আবারো স্বাভাবিক নিয়মে এ পথে আমদানি-রফতানি চালু হবে।

বিজ্ঞাপন

এদিকে আমদানি-রফতানি বন্ধ থাকায় উভয় পাশে প্রবেশের অপেক্ষায় সহস্রাধিক পণ্য বোঝায় ট্রাক আটকা পড়ে আছে। এসব পণ্যের মধ্যে পাট, পাটজাত দ্রব, শিল্পকারখানার কাচামাল, গার্মেন্টস সামগ্রী, তৈরি পোশাক, বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্য ও কেমিকেল সামগ্রী রয়েছে।