বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে বেনাপোলে বর্ণাঢ্য র‌্যালি

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে বেনাপোলে বর্ণাঢ্য র‌্যালি

বিশ্বের ১৮২টি দেশের মতো নানা আয়োজনে দেশের বেনাপোল স্থলবন্দরের কাস্টমস হাউজে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২০ উদযাপিত হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় অনুষ্ঠানের বেলুন ও কবুতর উড়িয়ে দিবসটি উদযাপন কর্মসূচির উদ্বোধন করেন শার্শার সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন।

বিজ্ঞাপন

এর আগে সকাল সাড়ে ৮টায় বেনাপোল কাস্টমস হাউজ থেকে বর্ণাঢ্য একটি রলি বের হয়ে চেকপোস্ট সীমান্ত প্রদক্ষিণ করে। র্যা লিতে অংশ নেন কাস্টমস কর্মকর্তা-কর্মচারী, সিঅ্যান্ডএফ সদস্য, আমদানিকারক ও বিভিন্ন পেশাজীবী মানুষ।

কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মেফতাফ উদ্দীন খান, যশোরের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট জাকির হোসেন, জেলা সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) জুয়েল ইমরান, বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন।

বিজ্ঞাপন

রোববার একযোগে বিশ্বের ১৮২টি দেশে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন হচ্ছে। স্থলপথে রাজস্ব আয়ের দিক থেকে বেনাপোল কাস্টমস হাউজ দেশের সবচেয়ে বড় অঙ্কের রাজস্ব দাতা। প্রতি বছর এখান থেকে প্রায় ৫ হাজার কোটি টাকার রাজস্ব আয় হয়ে থাকে।