বেনাপোল সীমান্তে ৪৯টি ম্যান্ডাফ হাঁস উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধার করা ম্যান্ডাফ হাঁস

উদ্ধার করা ম্যান্ডাফ হাঁস

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ম্যান্ডাফ নামে উন্নত জাতের ৪৯টি হাঁস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শার্শার গোঁগা ক্যাম্পের বিজিবি সদস্যরা এ হাঁস উদ্ধার করেন।

বিজ্ঞাপন

২১ বিজিবি ব্যাটেলিয়ানের গোঁগা ক্যাম্পের ইনচার্জ সুবেদার জাকির হোসেন বার্তা২৪.কমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন উন্নত জাতের বেশকিছু ম্যান্ডাফ হাঁস ভারতে পাচার হবে। এ খবরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে।

এক পর্যায়ে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গোঁগা মাঠের মধ্যে পানির পাম্পের একটি ঘরের ভিতর ৪৯টি হাঁস ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি এ হাঁস উদ্ধার করে। এ জাতের হাঁসের বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা জানায় বিজিবি।

বিজ্ঞাপন