যশোরে এসএসসির প্রথমদিনে অনুপস্থিত ৫৩৬, বহিষ্কার ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর
  • |
  • Font increase
  • Font Decrease

চলছে এসএসসি পরীক্ষা, ছবি: বার্তা২৪.কম

চলছে এসএসসি পরীক্ষা, ছবি: বার্তা২৪.কম

এসএসসি প্রথম দিনে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বাংলা প্রথমপত্র পরীক্ষায় ৫৩৬ জন অনুপস্থিত ছিলো। পরীক্ষা কেন্দ্রে অসাধুপায় অবলম্বনের দায়ে কুষ্টিয়ার এক পরীক্ষার্থী বহিষ্কারও হয়েছে।

যশোরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শিক্ষার্থীদের বাংলা বিষয়ের মধ্য দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হয়। প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে শুরু হলেও যশোর বোর্ডের ১০ জেলায় বিভিন্ন কেন্দ্রে মোট ৫৩৬ জন অনুপস্থিত ছিল। এর মধ্যে খুলনা জেলার ৬৬ জন, বাগেরহাট জেলায় ৪৮ জন, সাতক্ষীরা জেলায় ৪২ জন, কুষ্টিয়া জেলায় ৬৯ জন, চুয়াডাঙ্গা জেলায় ৩৯ জন, মেহেরপুর জেলায় ৪১ জন, যশোর জেলায় ৮৬ জন, নড়াইল জেলায় ৩৩ জন, ঝিনাইদহ জেলায় ৭৪ জন ও মাগুরা জেলায় ৩৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুন্দ্র বার্তা২৪.কমকে বলেন, কঠোর নিরাপত্তার মধ্যে পরীক্ষা নেওয়া হচ্ছে। কোনো ধরনের দুর্নীতির আশ্রয় নেওয়ার সুযোগ নেই। যেসব শিক্ষার্থীরা অসাধুপায় অবলম্বন করছে তাদের বহিষ্কার করা হচ্ছে। অনিয়ম, অস্বচ্ছতাসহ বিভিন্ন দুর্নীতি প্রতিরোধে প্রতিটি পরীক্ষায় ভিজিলেন্স টিমের শতাধিক সদস্য মাঠে থাকছে।

বিজ্ঞাপন