৪ বছর কারাভোগ, পাচার হওয়া ৮ বাংলাদেশিকে ফেরত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

পাচার হওয়া বাংলাদেশিরা, ছবি: বার্তা২৪.কম

পাচার হওয়া বাংলাদেশিরা, ছবি: বার্তা২৪.কম

পাচার হওয়ার পর ৪ বছর কারাভোগ শেষে ৮ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

বিজ্ঞাপন

ফেরত আসা ওই ৮ বাংলাদেশি হলেন- নোয়াখালীর আব্দুল সাত্তারের ছেলে ফজলুর রহমান, আকবরের ছেলে ইমরান, হানিফের ছেলে আক্তার হোসেন, জাফর আহমেদের ছেলে আজাদ হোসেন, আহামেদ শেখের ছেলে নাছির উদ্দিন, চাঁদপুরের আব্দুর রাজ্জাকের ছেলে কামরুল ইসলাম, লক্ষ্মীপুরের আমির হোসেনের ছেলে রুবেল হোসেন ও ফেনীর শামছুল হকের ছেলে দুলাল হোসেন।

জানা গেছে, ৪ বছর আগে পাচারকারীদের খপ্পরে পড়ে এরা সীমান্ত পথে ভারতে যায়। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে অদালতে সোপর্দ করে। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের কারাদণ্ড হয়। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ক্রমে ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় তাদের ফেরত আনা হয়। কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে এই দীর্ঘ সময় লেগে যায়।

বিজ্ঞাপন

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।