বগুড়ায় প্রাচীন বিষ্ণু মূর্তির ভাঙা অংশ উদ্ধার
বগুড়ার নন্দীগ্রামে পুকুর খননকালে প্রাচীন কালের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তির ভাঙা অংশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১ মার্চ) দুপুর দেড়টার দিকে পুলিশ নন্দীগ্রামের ভরতেতুলিয়া গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করে।
জানা গেছে, ভরতেতুলিয়া গ্রামের শুকবর তালুকদারের একটি পুরাতন পুকুরে খননকাজ চলছিল। শনিবার শ্রমিকরা দুপুরের খাবার খেতে গেলে একই গ্রামের রোকেয়া নামের এক নারী খননকৃত পুকুর থেকে মূর্তির ভাঙা অংশ খুঁজে পান। ওই নারী কাউকে কিছু না বলে মূর্তিটি বাড়িতে নিয়ে যান। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে রোকেয়া মূর্তিটি একটি দোকানের পাশে ফেলে পালিয়ে যান। এ সময় পুলিশ এসে মূর্তিটি উদ্ধার করে।
নন্দীগ্রামের কুমিড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আজিজার রহমান বার্তা২৪.কমকে বলেন, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন মূর্তির ভাঙা অংশ দেখে ধারনা করছেন এটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি।