শার্শায় হুন্ডির ৯ লাখ টাকাসহ পাচারকারী আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

আটক শরিফুল /ছবি: বার্তা২৪.কম

আটক শরিফুল /ছবি: বার্তা২৪.কম

যশোরের শার্শা উপজেলার জেলেপাড়া থেকে হুন্ডির ৯ লাখ টাকাসহ শরিফুল ইসলাম (৪৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১ মার্চ) সন্ধ্যা ৬টায় বিজিবি ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন। আটক শরিফুল শার্শার শিকারপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।

বিজ্ঞাপন

৪৯ বিজিবি ব্যাটালিয়নের সুবেদার লাল মিয়া বার্তা২৪.কম-কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা জেলেপাড়া নামক স্থানে অভিযান চালায় বিজিবি। এ সময় ৯ লাখ হুন্ডির টাকাসহ শফিকুলকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।