বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ব্যবসায়ী নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বগুড়ার ধুনটে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুঝি সংঘর্ষে রেজাউল করিম (৪০) নামের এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন সাতজন।

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শেরপুর-ধুনট সড়কের বথুয়াবাড়ি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত রেজাউল করিম শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে।

স্থানীয় লোকজন জানান, ধুনট থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা দুই শিশুসহ সাতজন যাত্রী নিয়ে শেরপুর যাচ্ছিল। পথিমধ্যে বথুয়াবাড়ি ব্রিজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ দুর্ঘটনায় অটোরিকশার সাত যাত্রীই গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাৎক্ষণিক তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল করিম মারা যান।

বিজ্ঞাপন

ধুনট থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনার পরপরই বালুবোঝাই ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।