ট্রাভেলটকে আজ ‘ভ্রমণ কবিতা এপিঠওপিঠ’

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ভ্রমণের আড্ডা, আলোচনা, আবৃত্তি ও সঙ্গীত লাইভ শো ট্রাভেলটকে আজ ‘ভ্রমণ কবিতা এপিঠওপিঠ’। বার্তা২৪.কম ও ভ্রমণগদ্য আয়োজিত অনুষ্ঠানটি ওয়েবকাস্ট হবে সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮টায়।

ভারতের প্রখ্যাত ভ্রামণিক কবি ও শিশুসাহিত্যিক ভ্রমণ পত্রিকার সম্পাদক অমরেন্দ্র চক্রবর্তীকে কেন্দ্র করে কবি ও ভ্রামণিকরা আড্ডা দেবেন। সঙ্গীতের সুর লহরী নিয়ে যুক্ত হবেন ভারতের প্রখ্যাত পঞ্চকবিখ্যাত সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়।

বিজ্ঞাপন

উপস্থাপনা পরিচালনায় কবি-ভ্রমণ লেখক মাহমুদ হাফিজ। ভারতের অমরেন্দ্র চক্রবর্তী, বাংলাদেশের কামরুল হাসান এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী কাজী জহিরুল ইসলামের জীবন ও সৃষ্টিশীলতা ভ্রমণ ও কবিতার সঙ্গে যুক্ত। বহু মানুষ আছেন তারা যেমন ভ্রামণিক, ভ্রমণ লেখক তেমনি কবি। কবি ও ভ্রামণিকদের নিয়েই তাই সাজানো হয়েছে ভ্রমণ কবিতা এপিঠওপিঠ।

এতে তিন অতিথির ভ্রামণিক পরিচয়ের পাশাপাশি কবি পরিচয়টি তুলে ধরা হবে। শোনা যাবে কবিকন্ঠে কবিতাপাঠ, ভ্রমণের সব গল্প। আড্ডাকে ঋদ্ধ করতে সুরের বাণী নিয়ে যুক্ত হবেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়।

বিজ্ঞাপন

রাত সাড়ে ৮টা থেকে চোখ রাখুন বার্তা২৪.কম ও ভ্রমণগদ্য-এর ফেসবুক পেজে। Facebook.com/Bhromongoddya Facebook.com/Barta24news