এ দেশ নজরুল-রবীর

  • সৈয়দ ইফতেখার, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

কাজী নজরুল, রবীর দেশে
এ বর্বরতা
মানুষ হতে পারোনি গো
এটাই ব্যর্থতা!

পারোনি হতে উদার আজ
ভিতরে পশু
নামে কী? সবই যে মানব
মুহাম্মদ, বসু।

বিজ্ঞাপন

আর কতদিনে শিখবে ভাই
অনেক তো হলো
সব বিভেদ ভুলে এক হয়ে
সামনে ও চালো।