চারুগঞ্জের আর্টক্যাম্প ‘ঐতিহ্যের খোঁজে’

  • শিল্প সাহিত্য ডেস্ক, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ক্যাম্পটিতে দেশের ৩২ জন চিত্রশিল্পীরা অংশগ্রহণ করেছেন

ক্যাম্পটিতে দেশের ৩২ জন চিত্রশিল্পীরা অংশগ্রহণ করেছেন

নারায়ণগঞ্জ ভিত্তিক প্রতিষ্ঠান ‘চারুগঞ্জ একাডেমি অব ফাইন আর্টস‘ এর উদ্যোগে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী আর্ট ক্যাম্প ‘ঐতিহ্যের খোঁজে’ । গত ১৫ ও ১৬ নভেম্বর নারায়নগঞ্জ ও মুন্সিগঞ্জে আয়োজিত আর্ট ক্যাম্পটিতে দেশের ৩২ জন চিত্রশিল্পীরা অংশগ্রহণ করেছেন।

আর্ট ক্যাম্পটির উদ্ধোধন করেন নারায়ণগঞ্জ চারুকলা আর্ট কলেজের প্রিন্সিপাল শিল্পী সামসুল আলম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন চিত্রশিল্পী মিন্টু দে ও চারুগঞ্জের চেয়ারম্যান আব্দুর রহমান।

বিজ্ঞাপন

চারুগঞ্জ একাডেমি অব ফাইন আর্টস এর পরিচালক শিল্পী আরিফুর রাহমান তপুর সমন্বয়ে চারুগঞ্জ একাডেমির ছাত্র-ছাত্রী ও শিক্ষক এবং আমন্ত্রিত অতিথি শিল্পীরা আর্ট ক্যাম্পে অংশগ্রহন করেন।

আমন্ত্রিত শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য-শিল্পী আলাউদ্দিন আহমেদ, শিল্পী মিন্টু দে, শিল্পী ফেরদৌস আরা, শিল্পী কুন্তল বারই এবং শিল্পী এস, এম এহ্সান প্রমুখ।

বিজ্ঞাপন

১৫ তারিখ নারায়ণগঞ্জ নগরীর শীতলক্ষ্যা নদীর তীরে সোনাকান্দা ঘাটে ও ১৬ তারিখ মুন্সীগঞ্জ নগর কসবায় প্রায় ৪০০ বছরের পুরোনো লক্ষ্মী বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।

আর্টক্যাম্পে শিল্পীদের আঁকা শিল্পকর্ম নিয়ে শীঘ্রই একটি দলীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে জানান আয়োজকরা।