আটলান্টিক পাড়ের মানুষ আমি

  • শরীফুল আলম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ওটা বীজ
দুঃখী সজিনা গাছের বীজ ,
তোমার অপ্রস্তুত লুকোবার জায়গা ওটি
লাইনচ্যুত পরিত্যাক্ত হৃদয়ের জায়গা
রেশমি ছাদের নিচে স্বর্গীয় স্বাদের জায়গা ওটি
তোমার খাঁ খাঁ স্থাপত্য আনন্দের জায়গা ওটি ।

তুমি অভন্তী, গুলমোহর আমার
দুঠোঁটে লিপিস্টিক, গালে পাপ
কালার কম্বিনেশন তোমার অনেক ভাল
তুমি চাঁদের ঝলমল
জ্বাজল্যোমান দ্যুতি
ইন্দ্রজালে তুমি এক চিত্রা হরিণ ,
চাক্ষুষ স্মৃতি তোমাকে নিয়ে আমার আজও হয়নি
তোমার এত প্রেম , এত ভুল , এত উষ্ণতা
তুমি সুরভী
জানালায় দাঁড়িয়ে দেখা শরতের আকাশ
তুমি মুলতুবী উপকরণ
ভিতরে প্রবল ঝড়।

বিজ্ঞাপন

আমি সম্রাট
আমি মুক্ত পাগল গদ্য, পদ্য কবিতা
লোহিত সাগর, কবিতার সূচনা
কিম্বা কবিতার পরের অংশ ,
আমি উজির, নাজির, নবাবজাদা ।

রঙ্গিন প্রজাপতি গো ,
আমি আটলান্টিক সমুদ্রপাড়ের মানুষ
আমি ডলফিনের সাথে নিত্য খেলা করি ,
অভন্তী,
গাঙচিলের কোন বাসা থাকেনা
তুমি শালিকের মায়া দেখালে
লাল, নীল, মেজেন্ডার আঁচল দেখালে
বেদুঈন চুমুতে আমিও খেজুর গুড়ের স্বাদ পেলাম
আখের রসের আমেজ
বিন্নির খই, তুমি লালবাতাসা
তোমাকে কত ভাবেই না আমি মনে করি
কখনো উৎসবের শান্তিতে
কখনো টেনিস রিভার
কখনো খরস্রোতা হাডসন নদীতে ।

বিজ্ঞাপন

১৯ নভেম্বর / ২০২১ , হাডসন / নিউইয়র্ক , মার্কিন যুক্তরাষ্ট্র ।