জানালার ওপাশে

  • রাহনুমা খান কোয়েল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মাঝে মাঝে আমি এক স্বপ্ন দেখি
দেখি এক বিশাল বন্ধ কাঁচের জানালার পাশে বসে আছি
জানালার ওপাশে সবুজ ঘন বনের হাতছানি
নাম না জানা বুনোফুলে ছেঁয়ে গেছে চারিদিক
দিগন্তব্যাপী কেমন এক অপার্থিবতা ছড়িয়ে আছে
দূর থেকে কখনও শিশুদের কোলাহল ভেসে আসে
নারীদের নূপুরের ধ্বনির শব্দে ভীত হরিনীর চকিত চাউনিও নজরে পরে
অসংখ্য প্রজাপতির পাখায় পাখায় বসে রঙ-এর মেলা
সারি সারি পাইনের কোল ঘেঁষে কাঠবিড়ালীর দুষ্টুমি দেখি
নদীর কূলকূল শব্দের সাথে গেয়ে ওঠে উদাসী বাঁশির সুর
চারিদিকে আনন্দের আবহ দেখি, কাউকে কাঁদতে দেখিনা
পূর্ণিমার আলোয় স্নান করার জন্য প্রেমিকযুগলকে দেওয়া হয় একান্ত সময়
মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমায় সেখানে সকল নবজাতকেরা
মৃত্যুর ভয়ংকর থাবাও সেখানে ঘটানে পারেনা কোন দুর্ঘটনা
হাজারো পাখিরা দিনশেষে ক্লান্ত হয়ে ফিরে আসে নিজের কূলায়
তাদের কলরবে সেখানে বসে দিনান্তের হাট
রুপকথার গল্পের শহরের মতো সেখানে রাত নামে ভালোবাসায়
এ সকলই আমি জানালার পাশে বসে বসে দেখি
ছুঁটে যেতে চাইলেও যেতে পারিনা সেই আকাঙ্খিত পারিজাতের আস্তানায়
যাওয়ার জন্য আমি কোনও দরজা খুঁজে পাইনা কখনও
জাগতিক আফসোস নিয়ে আমি তাই বসে থাকি জানালার পাশে
যুগ যুগ ধরে বসে থাকি জানালার পাশে

@ রাহনুমা খান কোয়েল, ৪ ফেব্রুয়ারি ২০২২

বিজ্ঞাপন