সংশপ্তক শেখ হাসিনা

  • আবদুল হামিদ মাহবুব
  • |
  • Font increase
  • Font Decrease

আবদুল হামিদ মাহবুব

আবদুল হামিদ মাহবুব

 

সংশপ্তক শেখ হাসিনা

বিজ্ঞাপন

কাণ্ড অনেক করে

পদ্মা বুকে ‘পদ্মা সেতু’

বিজ্ঞাপন

ঠিক দিয়েছেন গড়ে।

 

কাণ্ড ওসব নয় সাধারণ,

ভুলতে কি আর পারি?

জয় বাংলা জোরসে হেঁকে

ঠিক তো দিলেন পাড়ি।

 

অপেক্ষাতে সবাই আছি

মনটা উচাটন

ওই দিনটা জানান দিয়ে

আসলো শুভক্ষণ!

 

বাংলাদেশের এমন জয়ে

বিশ্ব জানুক, কি সুখ?

সব বাঙালি বুকের পাতায়

সুখের গাথা লিখুক।