বইমেলায় রশিদ হারুনের দুটি কাব্যগ্রন্থ

  • নিউজ ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

রশিদ হারুন

রশিদ হারুন

অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ রশিদ হারুনের দুটি ক্যাবগ্রন্থ ‘আমার মন খারাপের রাতে তুমি ঘুমিয়ো না’ ও ‘একটি আউলা ঝাউলা জীবনের প্রার্থনা’ যথাক্রমে গ্রন্থ কুটির ও শোভা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।

‘আমার মন খারাপের রাতে তুমি ঘুমিয়ো না’ বইটিতে ৬৯টি এবং ‘একটি আউলা ঝাউলা জীবনের প্রার্থনা’-তে রয়েছে ৪৭ টি কবিতা।

বিজ্ঞাপন

কবি রশিদ হারুন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতোকোত্তর সম্পন্ন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রথম নির্বাচিত জিএস।