লিটল ম্যাগাজিন চত্বর জমে উঠছে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লিটলম্যাগ চত্বরে সাহিত্য আড্ডা

লিটলম্যাগ চত্বরে সাহিত্য আড্ডা

অমর একুশে গ্রন্থমেলার লিটল ম্যাগাজিন চত্বর জমে উঠেছে। প্রায় প্রতিদিনই চত্বরটিতে ছোট কাগজগুলোর নতুন সংখ্যা মেলায় আসছে। নতুন কাগজের স্টল ঘিরে সংশ্লিষ্ট সৃজনশীল কবি, লেখক, শিল্পী, গায়ক, ভ্রামণিকের আড্ডায় মুখর হয়ে উঠছে চত্বরটি। গ্রন্থমেলার অন্যান্য স্থানের মতো অহেতুক ভিড় নেই। প্রকৃত ক্রেতারাই লিটলম্যাগাজিন প্রাঙ্গণে আসছেন। প্রতিদিন সন্ধ্যায় চত্বরটিতে বসছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিল্পী গ্রুপের স্বপ্রণোদিত সঙ্গীত-আড্ডা।

প্রথম থেকেই কয়েকটি কাগজের নতুন সংখ্যা সংশ্লিষ্ট লেখকদের মধ্য সাড়া ফেলেছে। কবি, ভ্রামণিক মাহমুদ হাফিজ সম্পাদিত ভ্রমণসাহিত্যের কাগজ ‘ভ্রমণগদ্য’ মেলার শুরুর দিকেই স্টলে এসেছে। মুজিববর্ষে নিবেদিত ভ্রমণগদ্যের নতুন সংখ্যা মেলামঞ্চে উন্মোচন করেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ‘ভ্রমণকাহিনী’ কাব্যগ্রন্থখ্যাত কবি কামাল চৌধুরী। ভ্রমণগদ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ২৫ ভ্রমণলেখকের লেখা প্রকাশিত হয়েছে। মেলায় ভ্রমণগদ্য স্টল ঘিরে প্রতিদিন কবি-লেখকদের আড্ডা জমে উঠছে। শনিবার সন্ধ্যার আড্ডায় যোগ দেন কবি কাজল চক্রবর্তী, আসলাম সানী, গোলাম কিবরিয়া পিনু, কামরুল হাসান, মাহমুদ হাফিজ, আক্কাস মাহমুদ, আনোয়ার কামাল, দারা মাহমুদ, জাকারিয়া মণ্ডল, দীলতাজ রহমান, নুরুজ্জামান দেলোয়ার প্রমুখ।

বিজ্ঞাপন
ভ্রমণগদ্যের স্টলের সামনে আড্ডা

কবি আনোয়ার কামাল সম্পাদিত ছোট কাগজ ‘এবং মানুষ’ পত্রিকাসহ নতুন কিছু বই বের করেছে। স্টলটি ঘিরে কবি-লেখকদের আড্ডা জমে উঠছে প্রতিদিন। আনোয়ার কামাল জানান, এবার সোহরাওয়ার্দী উদ্যানে স্টলটির কথা অনেকই জানেন না। প্রথম দিকে জমে না উঠলেও এখন লোকজন খুঁজে খুঁজে চত্বরটিতে আসছেন। তবে মেলার স্বাভাবিক আলোর তুলনায় চত্বরটিতে আলো কম, যেহেতু স্টলগুলোতে নিজস্ব আলো লাগানোর কোনো সুযোগ নেই পরণকথা কাগজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রশিক্ষকের সম্মিলিত প্রকাশনা। এটি ভালো চলছে বলে জানা গেছে। প্রবাসী লেখক হুমায়ূন কবির সম্পাদিত ‘ঘুংঘূর’ কাগজের বইমেলা সংখ্যা বের হয়েছে মেলার শুরুতেই। ড. আমিনুর রহমান সুলতান সম্পাদিক ‘অমিত্রাক্ষর’ কাগজ ঐতিহ্য অনুসারে বিষয়ভিত্তিক সংখ্যাগুলো নিয়ে মেলায় স্টল দিয়েছে। একটি নতুন সংখ্যাও দুয়েকদিনের মধ্যে আসতে পারে।

মেলায় প্রকাশিত ঘুংঘুর ও ভ্রমণগদ্যের নতুন সংখ্যা

কবি আহমেদ শিপলু ‘মগ্নপাঠ’ সম্পাদনার মাধ্যেম লিটলম্যাগ জগতে নাম লিখিয়েছেন। মগ্নপাঠ মেলা উপলক্ষে একটি সমৃদ্ধ সংখ্যা বের করেছে। দাঁড়কাক-এর স্টলে তা পাওয়া যাচ্ছে। ‘স্বপ্ন ৭১’ স্টলে মুক্তিযুদ্ধে রেডিওর ভূমিকা বিষয়ে একটি সংখ্যা পাওয়া যাচ্ছে। ‘চিহ্ন’ কাগজটি মেলা উপলক্ষে সমৃদ্ধ একটি সংখ্যা প্রকাশ করেছে। মেলায় যেসব স্টলে নতুন সংখ্যা দেখা গেছে সেগুলো হচ্ছে—খনন, নতুন এক মাত্রা, জঙশন, কহরদরিয়া, নতুন দিগন্ত, ব্যাটিংজোন, লেখমালা, আত্মজা, আলোকধারা, হস্তাক্ষর, দোয়েল, রোদ্রছায়া, ক্ষ্যাপা প্রভৃতি। মেলার লিটলম্যাগ চত্বরে এবার স্টল সংখ্যা একশো ৬০ ছাড়িয়ে গেছে।

বিজ্ঞাপন