বই মেলায় পান্নার ‘সুদূর পথের বাঁক পেরিয়ে’

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

জান্নাতুল ফেরদৌস পান্না’র 'সুদূর পথের বাঁক পেরিয়ে' কাব্যগ্রন্থ, ছবি: বার্তা২৪.কম

জান্নাতুল ফেরদৌস পান্না’র 'সুদূর পথের বাঁক পেরিয়ে' কাব্যগ্রন্থ, ছবি: বার্তা২৪.কম

মাসব্যাপী অমর একুশে বই মেলায় এসেছে কবি ও সাংবাদিক জান্নাতুল ফেরদৌস পান্নার 'সুদূর পথের বাঁক পেরিয়ে' কাব্যগ্রন্থটি।

কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এটি পান্নার ৪র্থ কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২০ এর দোয়েল প্রকাশনীর ২১৫-২১৬ নম্বর স্টলে। এছাড়াও বইটি পাওয়া যাবে বাংলা একাডেমি প্রাঙ্গণের ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টলে।

বিজ্ঞাপন

বইটির মোড়ক উন্মোচন শেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ কবির এর সফলতা কামনা করে বলেন, আমি আশা করি বইটির লেখক নতুন প্রজন্মের জন্যে আরো বই লিখবেন। দেশ ও জাতিকে সমৃদ্ধ করতে ভূমিকা পালন করলেন।

'সুদূর পথের বাঁক পেরিয়ে' কাব্যগ্রন্থটিতে পাওয়া যাবে জাতির জনক বঙ্গবন্ধুকে একাধিক কবিতা। রয়েছে প্রেম ও দ্রোহের কবিতা।

বিজ্ঞাপন

জান্নাতুল ফেরদৌস পান্না কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানাধীন চরপড়াতলা গ্রামে ১৯৮৩ সালের ১০ মার্চ জন্মগ্রহণ করেন। ২০০৬ সালে 'আমার দু চোখে স্বাধীনতার স্বপ্ন', ২০১২ সালে 'আকাশ সমুদ্রের ঢেউ' ও ২০১৬ সালে 'বিবর্ণ সময়' নামে ৩টি কবিতার বই প্রকাশিত হয়।

২০১৬ সালের একুশে বই মেলায় সাত নারী কবির লেখা 'সপ্ত শৈলী' নামে আরও একটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। কবিতা ছাড়াও তিনি লিখেন ছড়া, ছোট গল্প ও প্রবন্ধ। এরই মধ্যে তার ২টি ছড়ার বই প্রকাশিত হয়েছে।